Assam : শিপাঝাড়ে জলের সমস্যা : U Bangla TV
Assam : শিপাঝাড়ে জলের সমস্যা : U Bangla TV
মাত্র একটা দমকল, এই দমকলের সাহায্যে জল সেবন করে আসছে শিপাঝাড়ের একটি গ্রাম। এই গ্রামটিতে প্রায় শতাধিক জনগণ এই দমকলের সাহায্যে জল সেবন করে আসছে বছরের পর বছর ধরে। শিপাঝারের গণেশকুরি গ্রাম পঞ্চায়েতের আলটেলিপারা নামের গ্রামটিতে নাই বিশুদ্ধ খাওয়ার জলের ব্যবস্থা । যার ফলে এই গ্রামটিতে একাংশ লোকের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ভার দেখা দিয়েছে। অপরদিকে দু'বছর পূর্বে অঞ্চল বাসীর জনগণের জন্য জল জীবন প্রকল্পের মিশনের কাজ আরম্ভ করা হয়েছিল । ওই অঞ্চলটিতে জলের পাইপ বসানোও হয়েছিল । কিন্তু এখন এক প্রকারের ফুলদানিতে পরিণত হয়েছে পানীয় জলের প্রকল্প নামে স্থাপন করা এই পাইপগুলো।
#assam #assamnews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?