Assam : প্রধানমন্ত্রী আবাস যোজনা রুপ্পায়নের ক্ষেত্রে তৃতীয় স্থান দখল করল দরং জেলা : U Bangla TV

Assam : প্রধানমন্ত্রী আবাস যোজনা রুপ্পায়নের ক্ষেত্রে তৃতীয় স্থান দখল করল দরং জেলা : U Bangla TV

Dec 8, 2023 - 17:31
 0  7

প্রধানমন্ত্রী আবাস যোজনা রুপ্পায়নের ক্ষেত্রে তৃতীয় স্থান দখল করল দরং জেলা। ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত অনুমোদন লাভ করা ৭০ হাজার ৭৯৯টা ঘরের বিপরীতে এখন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে ৬৬ হাজার ৪৭৭ টা ঘর। ৪২ ৮৪ টা ঘরের কাজ চলিত অবস্থাতে আছে। ৯৯.৯১ শতাংশ হারে রাজ্যের ভিতরে তৃতীয় স্থান দখল করে আছে, দরং জেলা। এক সংবাদ সম্মেলনে র মাধ্যমে এই কথা জানালেন দরং জেলার জেলা পরিষদের মুখ্য কার্যবাহী সম্পাদক মানস দাস। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণের ক্ষেত্রে তৃতীয় স্থানে সফলতা লাভ করতে সক্ষম হয়েছে দরং জেলা। এই জেলাগুলোর মধ্যে দক্ষিণ শালমারা জেলা এবং বরপেটা জেলার পর ৯৩৯১ শতাংশ সম্পূর্ণ করে তৃতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের ক্ষেত্রে তৃতীয় স্থানের সফলতা লাভ করতে সক্ষম হয়েছে দরং জেলা।। এই জেলাগুলোর মধ্যে দক্ষিণ শালমারা এবং বরপেটা জেলার পর ৯৩.৯১ শতাংশ কাজ সম্পূর্ণ করে স্থান দখল করতে সক্ষম হয়েছে দরং জেলা।। এই জেলাগুলোর মধ্যে ২০১৬ সনের থেকে বর্তমান পর্যন্ত ৭৭ হাজার ৭ ৯১ টা ঘরের অনুমোদন লাভ করেছিল তারপরে ৬৬. ৪৭৭ টা ঘর নির্মাণের কার্য সম্পূর্ণ হয়ে গেছে। চলিত মাসের ভিতরে নির্মাণকার্য চলে থাকা ঘরগুলো সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করেছে দরং জেলার জেলা পরিষদ। উল্লেখযোগ্য যে এই সম্পর্কে জেলা পরিষদের কার্যালয়ে আজ এক সংবাদ মেলে সংবর্ধনা করে দরং জেলার জেলা পরিষদের কার্যবাহী সম্পাদক মানুষ দাস পাশাপাশি কার্যবাহী অভিযাত্রা ভবেশ বর্মন উপমুখ্য কার্যকর ী সম্পাদক রকিবুল রহমান এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের জেলা প্রকল্প বিষয়ে সিদ্দিকী উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow