Assam : কৃষি কর্মের আদর্শ দেখিয়েছেন নাজিরার একজন শিক্ষক : U Bangla TV
Assam : কৃষি কর্মের আদর্শ দেখিয়েছেন নাজিরার একজন শিক্ষক : U Bangla TV
শিক্ষকতার মতন মহান বৃত্তির কর্ম ব্যস্ততার মাঝে, নাজিরার শিমুলগুড়ির একজন শিক্ষক খগেন গগৈ এবং তার পুত্র- 'রবি শস্য '' উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হওয়ার সঙ্গে সমাজকে এক আদর্শের দিক দেখিয়েছেন তারা। নাজিরার শিক্ষা খন্ডের অন্তর্গত ৩৫ নম্বর শিমুলগুড়ির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন গগৈ তার পিতৃ-পদাংক অনুসরণ করে, একেবারে চুনাপাড়ার ঘাটে ৮ বিঘা মাটিতে , বিগত ২৫ বছর ধরে 'রবি শস্য' উৎপাদন করে আসছে। পরবর্তী সময়ে শিক্ষকতার মত পবিত্র ভিত্তিতে নিয়োজিত হওয়ার পরও আজকের দিনে , কৃষি কর্মের সঙ্গে নিজেকে জড়িত করে এই শিক্ষক দেখিয়েছেন এক আদর্শ নির্দেশন। উল্লেখযোগ্য যে এই শিক্ষকের উচ্চশিক্ষিত পুত্র কাশ্যপ গগৈ কেও কৃষিকর্মের প্রতি উৎসাহিত করার জন্য - পিতা পুত্র মিলে ৩ থেকে ৪ জন বেকার যুবকদের , কাজের সংস্থাপন দিতে সক্ষম হয়েছেন তারা। বিভিন্ন শাকসবজি উৎপাদন করে দৈনিক শিমুলগুড়ির বাজারে বিক্রি করে আসছে তারা। এইভাবে কৃষি কর্মের মাধ্যমে অন্য অন্য লোকদেরকেও আদর্শ দেখিয়েছে পিতা -পুত্র। বার্ষিক লক্ষ্যধিক টাকা পর্যন্ত লাভ করতে সক্ষম হয়েছে খগেন গগৈ। প্রথমে জলের জন্য সমস্যা সৃষ্টি হয়েছিল। কিন্তু দু'বছর পূর্বে সরকারের থেকে জলের ব্যবস্থা করে দেওয়ার ফলে কৃষি কর্মের সহায়তা হয় বলে মন্তব্য করেছেন খগেন গগৈ। #assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?