Assam : অসমের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে আবেদন পত্র বিতরণ : U Bangla TV

Assam : অসমের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে আবেদন পত্র বিতরণ : U Bangla TV

Jan 22, 2024 - 17:20
 0  5

অসমের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে আত্ম সহায়ক বোর্ডগুলোর আবেদন পত্র বিতরণ। সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে কাছার জেলার কাটিগড়া সমষ্টির কালাইন উন্নয়ন খন্ডের অন্তর্গত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার আবেদন পত্র বিতরণ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে আজ আত্ম সহায়ক দলের মহিলারা নিজের পায়ে নিজেরা দাঁড়িয়ে স্বাধীন হতে পেরেছে। পুরো বরাক উপত্যকার প্রতিটি গ্রামের মহিলারা নিজেকে ছোট ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠা করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আত্ম সহায়ক দলের প্রচেষ্টায় মহিলাদের আবেদন পত্র বিতরণের কার্যসূচিতে ব্যাপক উৎসাহ দেখতে পাওয়া গেছে সকল মহিলাদের। আছাড় জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে সকাল থেকে সকল মহিলাদের লাইন ধরে আবেদন পত্র সংগ্রহ করতে দেখা গেছে। কালাইন ব্লকের অন্তর্গত কালাইন লক্ষীপুর সেওতি বিহারা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে থেকে আত্ম সহায়ক দলের মহিলারা মহিলা উদ্যমিতা অভিযানের আবেদন পত্র সংগ্রহ করে। অসম সরকারের এই অভিলাসী প্রকল্পের আবেদন পত্র বিতরণ অনুষ্ঠানে কাছারের অতিরিক্ত জেলা আধিকারিক মনসুর আহমেদ বড়ভূঁইয়া সঙ্গে কালাইনের উন্নয়ন ব্লকের বি ডি ও উপস্থিত থাকেন । এবং এই দিনটিতে বিশেষভাবে দেখা গেল কালাই খন্ডে উন্নয়ন আধিকারিক সকলকে ।।পাশাপাশি প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কার্যালয় পরিদর্শন করেন তারা এর উপরেও সি এল এফ এর সভানেত্রী দিপালী দেবনাথ এবং সম্পাদিকা বেদানা বেগম ওই এলাকাটি পরিদর্শন করতে দেখা গেছে।। #assam #assamesenews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow