Assam : সেকেন্ডহ্যান্ড মোটরসাইকেল কিনে ভুক্তভোগী এক ব্যক্তি : U Bangla TV
Assam : সেকেন্ডহ্যান্ড মোটরসাইকেল কিনে ভুক্তভোগী এক ব্যক্তি : U Bangla TV
আপনি কি সেকেন্ডহ্যান্ড মোটরসাইকেল কিনতে চাইছেন ? যদি কিনতে চাইছেন তাহলে সাবধান হন। সিদানন্দের মত ভুক্তভোগী হতে পারেন আপনিও। সেকেন্ডহ্যান্ড যে কোন গাড়ি কিনতে গেলে সাবধান হন, রাজ্যে এখন সেকেন্ডহ্যান্ড গাড়ির অনেক সংখ্যক ডিলার এবং শোরুম স্থাপন হয়েছে । কিন্তু সেকেন্ডহ্যান্ড গাড়ি ক্রয় করে, আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। সেকেন্ডহ্যান্ড গাড়ি ক্রয় করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন মরিয়ানির একজন ব্যক্তি । তিনি যোরহাট তরাজানস্থিত বাইক এন্ড কার স্টোর থেকে, এক বছর আগে ক্রয় করেছিলেন বাজাজ কোম্পানির একটি পালসার বাইক। সেকেন্ডহ্যান্ড শোরুমটি থেকে ৭৭ হাজার টাকাতে পালসার বাইকটি ক্রয় করে এখন প্রবঞ্চনার বলি হতে হল সিদানন্দ বড়ুয়াকে। অন্যদিনের মতো আজ ও সিদানন্দ বড়ুয়া কর্মস্থলীর অভিমুখে পালসার বাইকটি নিয়ে কাজে যাওয়ার সময়, বাজাজ ফাইন্যান্সের এজেন্ট বলে পরিচয় দেওয়া দুজন যুবক AS03AF 8621 0 নাম্বারের পালসার বাইকটির ঋণ পরিশোধ না করার জন্য -বাইকটিকে নিয়ে যাবে বলে অবগত করে । অপরদিকে মরিয়ানি থানার পুলিশকে ঘটনাটি অবগত করেন সিদানন্ত বড়ুয়া । এবং এই বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করার পর বিভিন্ন রহস্যময় বিষয় উঠে এসেছে। এই পালসার বাইকটি আগে যার ছিল, সেই গ্রাহক বিক্রি করার আগে, বাজাজ ফাইনান্সকে পরিশোধ করার জন্য তার কয়েকটি কিস্তি বাকি রয়ে গিয়েছিল। কিন্তু একটি সেকেন্ডহ্যান্ড গাড়ি বিক্রি করার পূর্বে, ঋণদাতা প্রদান করা NOC নেওয়ার পর নতুন গ্রাহককে বিক্রি করতে পারবে অন্য এক ব্যক্তির কাছে। কিন্তু বাইক অ্যান্ড কার স্টোর প্রতিষ্ঠানটি পরিবহন আইন গুলোর নিয়ম উলঙ্গঘন করেছে এবং ঋণ পরিশোধ বাকি থাকার কারনে গাড়িটি মরিয়ানির সিদানন্দ বড়ুয়াকে বিক্রি করার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। উল্লেখ্য যে, রাজ্যের অমিতের গলিতে ফুলের মতন গজিয়ে উঠেছে সেকেন্ডহ্যান্ড গাড়ির ডিলার এবং তাদের থেকে গাড়ি বা বাইক ক্রয় করে সাধারণ জনতা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। #assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?