Assam : সর্বভারতীয় পর্যায়ে দাবা এবং কেরামের প্রশিক্ষণ : U Bangla TV
Assam : সর্বভারতীয় পর্যায়ে দাবা এবং কেরামের প্রশিক্ষণ : U Bangla TV
মঙ্গলদৈ জেলার কারাগারে, সর্বভারতীয় পর্যায়ে--- এক মাসের জন্য দাবা এবং কেরামের প্রশিক্ষণ। ১২ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত, সর্বভারতীয় পর্যায়ে আয়োজন করা দাবা এবং কেরামের এক মাসের ক্রিয়া প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ইন্ডিয়া আইনের সামাজিক দায়িত্ববোধের একান্ত লক্ষ্যে, মঙ্গলদৈ জেলা কারাগারে কয়েদি এবং কিশোর সকলের জীবনের ক্রিয়ার মাধ্যমে এক ইতিবাচক পরিবর্তন , অনুশাসন কাজের দায়বদ্ধতার এক নতুন অধ্যায় গড়ে তোলার সৃষ্টিশীল প্রচেষ্টাকে সামনে রেখে এই প্রথমবার , মঙ্গলদৈ জেলা কারাগারে কয়়েদি সকলকে নিয়ে এক সুন্দর প্রশিক্ষণ কর্মশালা হাতে নেওয়া হয়েছে। দেশের এই ধরনের গঠনমূলক উদ্যোগের মাধ্যমে, মঙ্গলদৈ জেলা কারাগারের কয়েদিরা সকলেই যথেষ্ট উপকৃত হবে বলে মন্তব্য করেন জেলার উচ্চ পর্যায়ের এক আধিকারিক। কারাগারের ভেতরে অনুষ্ঠিত হওয়া প্রশিক্ষণ শিবিরটি উন্মোচন করেন উচ্চপর্যায়ের আধিকারিক মনীন্দ্র নাথ । উল্লেখযোগ্য যে, সর্বভারতীয় পর্যায়ে ২৩ টি কারাগারের কয়েদি সকলের মধ্যে অনুষ্ঠিত হওয়া প্রশিক্ষণ শিবিরটি ইন্ডিয়ার ভেতরে অসমের মঙ্গলদৈ জেলার একমাত্র কারাগারে অনুষ্ঠিত হয়। মঙ্গলদৈ কারাগার থেকে প্রায় ২০ জন কয়েদি এই ক্রিয়া প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। #assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?