Assam : প্রাথমিক বিদ্যালয়ের বেগতিক অবস্থা : U Bangla TV
Assam : প্রাথমিক বিদ্যালয়ের বেগতিক অবস্থা : U Bangla TV
শিবসাগর জেলার নাজিরা শিক্ষা খন্ডের অন্তর্গত পহুসিং প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়ন করা অধিকাংশ ছাত্রছাত্রীদের প্রায় দু মাস ধরে খোলা আকাশের নিচে পড়াশোনা করতে হচ্ছে। এই বিদ্যালয়টি একটি সরকারি বিদ্যালয়। যেই সময়ে ছাত্রছাত্রীর অভাবে ,অনেক সরকারি বিদ্যালয় বন্ধ হওয়ার অবস্থা হয়েছে --সেই সময় ছাত্র-ছাত্রীতে ভরে থাকা একটি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা দেখলে আপনার চোখ কপালে উঠবে। বৃষ্টির দিনে ভিজে ভিজে পরীক্ষা দিতে হয় ছাত্রছাত্রীদের। ২০২৩ সালের ১৩ ডিসেম্বরে অঞ্চলটিতে হওয়া প্রবল শিলাবৃষ্টির ফলে ক্ষতি সাধন হওয়া পহুসিং প্রাথমিক বিদ্যালয়টির টিন থেকে শুরু করে সমস্ত কিছু ভেঙ্গে নিঃশেষ হয়ে গেছে। কিন্তু প্রায় এতটা সময় অতিক্রম করার পর বিভাগীয় কর্তৃপক্ষ বিদ্যালয়টির মেরামতির জন্য আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যার ফলে এখন সামান্য বৃষ্টি হলেই ভুক্তভোগী হয় শিক্ষক শিক্ষয়িত্রি থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিভাগীয় কর্তৃপক্ষকে অবগত করার পরও বিভাগীয় কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়ে নি বিদ্যালয়টির দিকে। তাই সকলেই সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন অতি শীঘ্রই বিদ্যালয়টিকে মেরামতি করে পাঠ্য দান করার উপযোগী করে দেওয়ার জন্য। এখন দেখার বিষয় রয়েছে পরবর্তীতে সরকার কি ব্যবস্থা গ্রহণ করে। #assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?