Assam : জাপানিজ এন কে ফ্লাইটিসের প্রদ্যুতভার : U Bangla TV
Assam : জাপানিজ এন কে ফ্লাইটিসের প্রদ্যুতভার : U Bangla TV
অসমে জাপানিজ এন কে ফ্লাইটিসের প্রদ্যুতভার । অসমে এক এক করে বেশ কয়েকজন লোকের এই রোগে মৃত্যু হওয়ার ঘটনা সামনে এসে পড়েছে। এবার মঙ্গলদৈতে জাপানিজ এন কে ফ্লাইটিসের আতঙ্ক । এক বছরের ভিতরে মৃত্যু হয়েছে দুইটি মেয়ের। মঙ্গলদৈতে জাপানিজ এন কে ফেলাইটিসে মৃত্যু হয়েছে একজন ছাত্রী। ছাত্রীটি আরেঙ্গোরের সুস্মিতা হাজরিকা । সুস্মিতা হাজারিকা L L B র পঞ্চম সেমিস্টারের ছাত্রী ছিলেন। এই ছাত্রীটি কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল।। তার পরিজনেরা অনেক চিকিৎসা করিয়েছে। পাশাপাশি মঙ্গলদৈ তে অসামরিক চিকিৎসালে চিকিৎসা করার পরও কোন সুফল না পাওয়ার ফলে, সুস্মিতাকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি GMCH হাসপাতলে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসকেরা অনেক চেষ্টার করার পরেও, শেষ রক্ষা করা গেল না। আজ সকালে সুস্মিতা হাজরিকা জাপানিস এন কে ফ্রাইটিস রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। উল্লেখযোগ্য যে, এক বছরের মধ্যে একই অঞ্চলে দুটি মেয়ের মৃত্যু হল এই রোগে। #assam #assamesenews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?