Assam : চাপড়ে রেল যাত্রী সংস্থার প্রতিবাদ : U Bangla TV
Assam : চাপড়ে রেল যাত্রী সংস্থার প্রতিবাদ : U Bangla TV
অসমের ধুবরি জেলার চাপড়ে রেল যাত্রী সংস্থার উত্তাল প্রতিবাদ । চাপড়ের রেল স্টেশনে যাত্রীবাহী রেলগাড়িটি রাখার দাবিতে গড়ে উঠলো এই প্রতিবাদ এই প্রতিবাদে অংশগ্রহণ করে দুই শতাধিক জনগণ এবং বিভিন্ন দলের সংগঠনের নেতৃবৃন্দ। চাপড়ে গান্ধী ময়দানে থেকে হাতে হাতে প্লেকার্ড নিয়ে সকল জনগণ ও স্থানীয় দল সংগঠন মিলে চাপর রেল স্টেশনে উপস্থিত হয় এবং বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে প্রতিবাদীরা। তাদের দাবি, 1, চাপড় হয়ে যাওয়া কামাখ্যা থেকে রওনা হওয়া আনন্দ বিহার এক্সপ্রেস রেল গাড়িটি চাপড় রেল স্টেশনে দাঁড়াতে হবে। 2, অতি শীঘ্রই নিউ ময়নাগুড়ি - যোগী ঘোপা রেল লাইনটিতে প্যাসেঞ্জার রেলগাড়ি চলাচলের ব্যবস্থা করে দিতে হবে । 3, নিউ ময়নাগুড়ি ও যোগীঘোপা রেলপথটিতে জনশতাব্দী রেলগাড়ীটির চলাচলের ব্যবস্থা করে দিতে লাগবে । এবং আরো কয়েকটি দাবি নিয়ে একটি স্মারক পত্র প্রদান করে সরকারের কাছে । সকল জনগণের মন্তব্য হলো, চাপড়বাসির জনগণকে সরকার অবজ্ঞা করছে , তাই তারা এটি কোনভাবে মেনে নিবেন না। যদি তাদের দাবি পুরো না হয় তাহলে পরবর্তী সময়ে রেলপথ অবরোধ করতে বাধ্য হবে বলে হুংকার দিয়েছে চাপড়বাসি । #assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?