Assam : এবার অল আসাম মিড ডে মিল রন্ধনী দের প্রতিবাদ কার্যসূচি U Bangla TV
Assam : এবার অল আসাম মিড ডে মিল রন্ধনী দের প্রতিবাদ কার্যসূচি U Bangla TV
এবার অল আসাম মিড ডে মিল রন্ধনী দের প্রতিবাদ কার্যসূচি। এই প্রতিবাদের গুরুতরো ভাবে প্রভাব পড়েছে দরং জেলার মঙ্গলদৈতে । আজ সকাল থেকে মঙ্গলদৈ তে রন্ধন কর্মীদের এক বিশাল প্রতিবাদ । সমস্ত স্কুলগুলোতে মধ্যাহ্ন ভোজন রান্নার বাবদ সকল কর্মচারীরা সরকারের পক্ষ থেকে প্রতিমাসে 1000 টাকা পেয়ে থাকে। এই এক হাজার টাকা দিয়ে সকল কর্মীদের চলা খুব অসুবিধা সৃষ্টি হয়েছে, এই সকল কর্মীরা বারংবার সরকারের কাছে জানিয়ে আসছে 1000 টাকা দিয়ে তাদের জীবন যাপন করা খুব অসুবিধার সৃষ্টি হচ্ছে। কিন্তু সরকার এখনো গভীর নিদ্রায় মগ্ন। সরকারের এই গভীর নিদ্রা ভঙ্গ করার জন্য সকল কর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদে বসতে বাধ্য হয়েছে। শাসক দল বিজেপি সরকারের দিনে জিনিসের মূল্য বৃদ্ধি তার উপর রন্ধন কর্মীদের প্রতিমাস ে সরকারের পক্ষ থেকে পাচ্ছে মাত্র এক হাজার টাকা। উপায় বিহীন হয়ে তাই তারা আজ প্রতিবাদ সাব্যস্ত করে। তাদের দাবি রন্ধন কর্মীদের প্রতিমাসে সকলকে ১০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি, তিন লক্ষ টাকা এককালীন সাহায্য প্রদান, এবং যদি কোন কর্মীদের কাজের জায়গায় দুর্ঘটনা ঘটে তবে তাদের চিকিৎসা ব্যবস্থা প্রদান করা পাশাপাশি দুর্ঘটনা গ্রস্ত হওয়া ব্যক্তিকে বারো মাসের জন্য এককালীন সাহায্য প্রদান।। মধ্যাহ্নভোজন এর যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলোকে ব্যক্তিগতভাবে নিজেদের মধ্যে নিয়ে নেওয়া বন্ধ করা ইত্যাদি দাবি গুলো সম্মিলিত করে একটি স্মারক পত্র প্রদান করেন দরং জেলার ডেপুটি কমিশনারের নিকট। উল্লেখযোগ্য যে, দরং জেলার ডেপুটি কমিশনারের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রীকে ও প্রদান করেছে এই স্মারক পত্র। নরম দরং জেলার শতাধিক রন্ধন কর্মীদের এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট #assam #newstoday #banglanews #assamesenews @ubanglatvofficial
What's Your Reaction?