Assam : আটক প্রবঞ্চক : U Bangla TV
Assam : আটক প্রবঞ্চক : U Bangla TV
তেজপুরে এক ফাইনান্স কোম্পানির থেকে মোটরসাইকেল কিনে বাংলাদেশে বিক্রি করা দুই প্রবঞ্চক আটক । স্থানীয় জনগণ তাদের আটক করে নগাও পুলিশের কাছে সমঝে দেয় দুই প্রবঞ্চকে । তারা ফাইন্যান্স কোম্পানির থেকে মোটরসাইকেল নিয়ে বিক্রি করে বাংলাদেশে। তেজপুরের বিভিন্ন মোটরসাইকেল ডিলারের থেকে গাড়ি নিয়ে বাংলাদেশে বিক্রি করার গুরুতর অভিযোগে অভিযুক্ত হল এই দুই প্রবঞ্চক। নগাও জেলার এক প্রবঞ্চক দল ---প্রবঞ্চনার জালে ফেলেছে তেজপুরের মোটরসাইকেল ডিলারদের। তেজপুরের আদিত্য ইয়ামাহা, রয়েল এনফিল্ড, হিরো, আদিত্য hyundai , ইত্যাদি ডিলারের থেকে প্রবঞ্চনা করে, অন্য ব্যক্তির নথিপত্রের মাধ্যমে ফাইন্যান্স করে গাড়ি নিয়ে বাংলাদেশের মনিপুর, অরুণাচল প্রদেশ ,মেঘালয় ইত্যাদি বিভিন্ন জায়গায় চোরাই করে বিক্রি করার অভিযোগ উত্থাপিত করেছে ফাইনান্স কোম্পানির কর্মচারীরা। শনিবার দুপুর ১২:৩০ মিনিটে তেজপুরের কছারিগাও পুলিশ থানার অন্তর্গত, কেতকী বাড়িতে অবস্থিত আদিত্য ইয়ামাহা ডিলার থেকে পুনরায় এক প্রবঞ্চক, মোটরসাইকেল ক্রয় করতে যাওয়ার সময়, ফাইন্যান্স কর্মচারী সন্দেহবশত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালায় । সেই সময় জানতে পারা গেছে, অন্য এক ব্যক্তির জন্য মোটরসাইকেল ক্রয় করতে আসা হয়েছে বলে স্বীকার করে ওই প্রবঞ্চক । সেই অঞ্চলের জনগণ উত্তম মধ্যম দেয় ওই ব্যক্তিকে, তারপর--- তাকে পুলিশের হাতে সমঝে দেয়। বর্তমানে দুই প্রবঞ্চক ইমদাদুল ইসলাম এবং মফিদুল ইসলাম, লাল ঘরের আত্মীয়তে পরিণত হয়েছে। ইতিমধ্যে দুইজনের থেকে পুলিশ AS 15 R 8261 নাম্বারের KTM গাড়িটি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। #assam #assamesenews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?