Asansol : কয়লা খনির মুখে বিক্ষোভ : U Bangla TV
Asansol : কয়লা খনির মুখে বিক্ষোভ : U Bangla TV
ই সিএলের কুনুস্টড়িয়া এরিয়ার বাসরা কোলিয়ারির সিপিট খনি মুখে কয়লা খনির উৎপাদন দু'ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামীণেরা। বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ প্রায় ১০-১২ বছর ধরে তাদের বিস্তীর্ণ এলাকার চাষযোগ্য জমি ব্যবহার করে সেখানে জল ফেলে বিস্তীর্ণ এলাকা কে জলাভূমিতে পরিণত করে তাদের চাষযোগ্য জমিকে ব্যবহার অযোগ্য করে দিয়েছেন। এরূপ প্রায় ৫০ একর জমি নষ্ট হয়ে গিয়েছে বলেই, দাবি জানিয়ে বহুবারের মতো এবারও বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন গ্রামীণেরা। তারা এই দিন কয়লা খনি র খনি মুখেই বিক্ষোভ অবরোধ করে কয়লাp খনির উৎপাদন বন্ধ করে, খনি কর্মীদের কয়লা খনিতে যেতে বাধা দিয়ে তারা তাদের দাবিতে অনড় থাকেন। দীর্ঘক্ষন তারা কয়লা খনির এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখালে ঘটনার পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। যদিও সে আশ্বাসেও গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় থাকেন। এরপরই পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ঘটনাস্থলে এসে পৌঁছান ইসিএলের কুরুসুরিয়া এরিয়ার এজিএম জগন্নাথ ঘোষ। তিনি এ দিন বিক্ষোভকারীদের মাঝে এসে এই ঘটনা নিয়ে তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন বলেই, জানান দিয়ে এই সমস্যার সমাধান সাত দিনের মধ্যেই করা হবে বলে আশ্বাস দিলে তাদের বিক্ষোভ তুলে নেন। যদিও বিক্ষোভকারীরা, জানিয়ে দেন ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে আগামীতে আরও বড় আন্দোলনে নামবেন তারা। #asansol #asansolnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?