Asansol : আসানসোলে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে “প্রানাথন” : U Bangla TV
Asansol : আসানসোলে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে “প্রানাথন” : U Bangla TV
আসানসোলে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে “প্রানাথন” র আয়োজন আসানসোল শহরের মানুষকে স্বাস্থ্য এবং প্রানিক হিলিং সম্পর্কে সচেতন করতে রবিবার আসানসোলে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। “প্রানাথন” নামে এই ম্যারাথন এদিন আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর সৃষ্টি নগরের সেন্ট্রাম মলের ( Centrum Mall ) সামনে থেকে এই ম্যারাথন শুরু হয়। তিনটি বিভাগে ২, ৫ ও ১০ কিলোমিটারের এই ম্যারাথন আয়োজন করা হয়। আসানসোল সৃষ্টিনগরের ওডিসি ক্লাব ও প্রানিক হিলিং সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে শতাধিক মহিলা, পুরুষ ও প্রবীণ মানুষেরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, ম্যারাথনের পরিবর্তে এর নামকরণ করা হয়েছে “প্রানাথন”। শরীর সুস্থ রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। #asansole #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?