Alipurduar : ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে : U Bangla TV
Alipurduar : ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে : U Bangla TV
ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে আলিপুরদুয়ারে গন ওষুধ সেবন কর্মসূচির উদ্বোধন, উপস্থিত জেলাশাসক আলিপুরদুয়ার রবীন্দ্র মঞ্চ ভবনে আনুষ্ঠানিকভাবে ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে আলিপুরদুয়ারে গণ ওষুধ সেবন কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব ও জেলাশাসক আর বিমলা। জানাগেছে গত নভেম্বর মাসে জেলা জুড়ে রাত্রিকালীন রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় জেলার ৪ টি ব্লকে সংক্রমণ ধরা পড়ে। সেই ঘটনায় মশা বাহি ফাইলেরিয়া রোগ নির্মূল করতে এই কর্মসূচির উদ্যোগ নেয়া হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এদিন আনুষ্ঠানিকভাবে ওষুধ সেবন করেন জেলা পরিষদের সভাধিপতি ও জেলাশাসকসহ অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা। জেলায় ৯ লক্ষের ও বেশি নাগরিকদের এই ওষুধ দেয়া হবে। আগামী ১৮ তারিখ পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর গুলিতে এই কর্মসূচি চলবে। এই কর্মসূচির জন্য জেলায় ২২৯০ জন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের নিয়োগ করা হয়েছে। #alipurduar #alipurduarnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?