Alipurduar Flood : ভাসছে আলিপুরদুয়ার
Alipurduar Flood : ভাসছে আলিপুরদুয়ার
ভুটানপাহাড়ে অবিশ্রান্ত বর্ষন ও এলাকায় অবিরাম বর্ষণের ফলে জলমগ্ন কালচিনি ব্লকের মেচপাড়া ও চুয়াপাড়া বিস্তর এলাকা পানা নদীর জল এই দুটি চা বাগানে প্রবেশ করেছে অপরদিকে কালজানি সহ একাধিক নদীর জল বাড়ছে।পাশাপাশি অতিবর্ষনে আলিপুরদুয়ার পুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন।পুরসভায় জল।আর এই জলে ভোগান্তি পুর নাগরিক দের।দেখার কেউ নেই।পুরসভা সে তো একটু পরেই ফিরিস্তি দেবে।শহরের জল বের করার জন্য ১০ টি পাম্প বসানো হয়েছে।সাধারন মানুষের ভোগান্তির পাশাপাশি দেখা দিয়েছে পানীয় জলের সংকট।যদিও দেখা নেই পুরসভার। আলিপুরদুয়ারে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৭৮.৩০ মিমি।ফলে আলিপুরদুয়ার পুর এলাকার ৮,৯ ৫ ১৮ সহ দ্বীপচর এলাকায় জল জমে গেছে।কোথাও কোমর জল।আবার কোথাও হাঁটু জল।আলিপুরদুয়ার ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ নদীর চর এলাকার বাসিন্দারা পড়েছেন দুর্ভোগে।কালজানি নদীর জল বেড়ে যাওয়ায় সংকটে কয়েকশো পরিবার।হাঁটু জল ভেঙ্গে তারা নিয়ে যাচ্ছেন খাবার জল।তেমনি পাচ নম্বর ওয়ার্ডে ডুবে গেছে টিউবওয়েল। সেই টিউবওয়েল থেকেই জল নেওয়ার আপ্রান চেষ্টা করছেন মহিলারা। সাধারন মানুষের অভিযোগ সুষ্ঠু জলনিকাশি ব্যাবস্থা না থাকায় তিন মাস জলে ডোবে শহরের অধিকাংশ ওয়ার্ড।যদিও পুরসভার এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই।কালজানি নদীর জল আর ও বাড়বে তাই আতঙ্কে ৯ নম্বর ওয়ার্ড ও চাপাতলী এলাকার বাসিন্দারা। এ ব্যাপারে পুর প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি। আলিপুরদুয়ার এক নং ব্লক এ পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পলাশবাড়ী বিস্তীর্ণ এলাকা সঞ্জয় নদীর জলে প্লাবিত।পূর্ব কাঠালবাড়ি গ্রামে কোথাও হাঁটু সমান কোথাও কোমর সমান জল সকাল থেকেই । গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ ২৫ বছর ধরে সঞ্জয় নদীর ওপর বাঁধ নির্মাণের দাবি করছেন তারা। কিন্তু তা বাস্তবায়িত হচ্ছে না।বাঁধ নির্মাণ হলে ওই এলাকাগুলি আর জলমগ্ন থাকবে না। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি কিংবা প্রশাসনিক আধিকারি খোঁজ নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের । যদিও বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে জল নামতে শুরু করেছে। অন্যদিকে আলিপুরদুয়ার এক নং ব্লকের পলাশবাড়ীর শীল বাড়ি হাট বাজারে বেহাল নিকাশি ব্যবস্থার পরিস্থিতির কারণে জল জমে ব্যবসা বন্ধ। বুধবার ও শনিবার শিলবাড়ি হাট পলাশবাড়ীতে বাজার বসে। প্রচুর ভিড় হয় এই বাজারে কিন্তু জলমগ্ন জন্য আজ সেই বাজার প্রায় বন্ধ। #breakingnews #newstoday #banglanews #alipurduar #northbengalnews @ubanglatvofficial
What's Your Reaction?