Alipurduar : নোংরা আবর্জনা ফেলার জন্য ৫০ টাকা কর ধার্য : U Bangla TV
Alipurduar : নোংরা আবর্জনা ফেলার জন্য ৫০ টাকা কর ধার্য : U Bangla TV
নোংরা আবর্জনা ফেলার জন্য নাগরিকদের ৫০ টাকা কর ধার্য করছে আলিপুরদুয়ার পৌরসভা । আলিপুরদুয়ার পুরসবাসীর উপর আগামী আর্থিক বর্ষ থেকে নতুন কর লাঘু হতে চলেছে। আগামী সপ্তাহে চালু হতে চলেছে পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। ফলে সেই ঘটনাকে কেন্দ্র করে পৌরসভা এলাকা থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করবার জন্য প্রতিটি পরিবারকে ৫০ টাকা করে কর ধার্য করে আলিপুরদুয়ার পৌরসভা। আগামী আর্থিক বর্ষে সেই কর চালু হবে। সেই ঘটনায় পুরসভা এলাকার সর্বস্তরের নাগরিকদের কর মুকুব করে, বিনামূল্যে এলাকার নোংরা আবর্জনা সংগ্রহ করবার দাবি জানিয়েছে পুরসভার বিরোধী কাউন্সিলর। এই বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভার কংগ্রেসের কাউন্সিলর শান্তুনু দেবনাথ জানান-- কর মুকুবের দাবি আমরা করেছি । তিনি জানান আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এমন ও জনগণ আছে যাদের পক্ষে ৫০ টাকা কর দেওয়া খুবই কষ্টকর। যদিও এই বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রশেনজিৎ কর জানান প্রতি ঘর পিছু ৫০ টাকা নূন্যতম কর নেওয়া হবে, এটা বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয়েছে ।তিনি আরো জানান অন্যান্য পৌরসভায় এই কর অনেক বেশি আছে । আলিপুরদুয়ার পৌরসভায় এটা অনেক কম নেওয়া হচ্ছে।। #alipurduarnews #alipurduar #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?