Alipurduar : কেন্দ্রীয় সরকারের নতুন আইনের প্রতিবাদে ট্রাক চালকদের মহাসড়ক অবরোধ : U Bangla TV

Alipurduar : কেন্দ্রীয় সরকারের নতুন আইনের প্রতিবাদে ট্রাক চালকদের মহাসড়ক অবরোধ : U Bangla TV

Jan 3, 2024 - 17:32
 0  5

কেন্দ্রীয় সরকারের নতুন আইনের প্রতিবাদে ট্রাক চালকদের মহাসড়ক অবরোধ আলিপুরদুয়ার: হিট অ্যান্ড রান (সড়ক দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া) সংক্রান্ত নতুন কঠোর আইনের প্রতিবাদে বুধবার আসাম সীমানা সংলগ্ন ঘোড়ামারা তে পূর্ব পশ্চিম মহা সড়কে পথ অবরোধ করে পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসঙ্ঘ । মহা সড়ক অবরোধের কারণে চরম সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে।উত্তর পূর্বের রাজ্য গুলোতে সামগ্রী নিয়ে যাওয়া ট্রাকগুলো এই অবরোধের ফলে আটকে যায়। দুপাশে তৈরী হয় লম্বা ট্রাকের লাইন। আটকে পড়ে ভুটানের যাত্রীবাহী বাস, ব্যাক্তিগত গাড়ি সহ অন্যান্য গাড়িও। ট্রাক চালকরা জানান কেন্দ্রীয় সরকারের তৈরি নতুন আইনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া চালকদের 10 বছরের কারাদণ্ড এবং 7 লাখ টাকা জরিমানা করা হবে। এ নিয়ে ক্ষুব্ধ সমস্ত গাড়ি চালক। গাড়ি চালকরা কেন্দ্রীয় সরকারের আনা এই আইনের তীব্র প্রতিবাদ ও স্লোগান দেন।মহা সড়কে গাড়ির সামনে শুয়ে প্রতিবাদে সামিল হয় গাড়ি চালক রা। তাদের বক্তব্য, একজন ড্রাইভার খুব সামান্য আয় করে, নতুন আইনে ধার্য জরিমানা তারা সারাজীবন কাজ করেও মেটাতে পারবে না। তাদের আরো দাবি এই কালা কানুন বাতিল করতে হবে। #alipurduar #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow