Alipurduar : কলেজহল্টে শুরু হল দুদিন ব্যাপি পিঠে পুলি উৎসব : U Bangla TV
Alipurduar : কলেজহল্টে শুরু হল দুদিন ব্যাপি পিঠে পুলি উৎসব : U Bangla TV
মকর সংক্রান্তির পুন্যদিনে আলিপুরদুয়ার কলেজহল্টে শুরু হল দুদিন ব্যাপি পিঠে পুলি উৎসব।উদ্যেক্তা আলিপুরদুয়ার শহরের একটি নামী স্বেচ্ছাসেবী সংগঠন শব্দ।আলিপুরদুয়ার কলেজের প্রাক্তন অধ্যাপক অর্নব সেন ফিতে কেটে এই পিঠে পুলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।দুই বঙ্গরত্ন বিশিষ্ট সাহিত্যেক এর পাশাপাশি একঝাঁক শাসক দলের নেতারা এই পিঠে পুলি উৎসবে উপস্থিত ছিলেন। আলিপুরদুয়ার শহরের ৪২ জন মহিলা প্রতিযোগিনী এই উৎসবের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।সাধারন পিঠের পাশাপাশি বহ্নি ধানের তিলের পিঠে, পাটিসাপটা আর ও নিত্য নতুন আঙ্গিকের পিঠে নিয়ে হাজির হয়েছেন প্রতিযোগিনীরা।পঞ্চম বর্ষ ধরে চলছে এই উৎসব।উদ্যেক্তা র মধ্যে গৌতম দাস বলেন অনেক পেতিযোগীনি অংশ নিয়েছেন।বেশ সাড়া পড়েছে। আমরা সচরাচর যে সমস্ত পিঠে খেতে অভ্যস্ত সেই পিঠের পাশাপাশি অনেক নতুন ধরনের পিঠে নিয়ে এই উৎসবে হাজির হয়েছেন প্রতিযোগীরা।আলিপুরদুয়ারে মকর সংক্রান্তির দিন এই উৎসব।স্বাভাবিক ভাবেই বহু মানুষ ভীড় করেছেন এই উৎসবে | #alipurduar #alipurduarnews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?