Alipur : বনাধিকার আইন সঠিক ভাবে রূপায়ণের দাবি
Alipur : বনাধিকার আইন সঠিক ভাবে রূপায়ণের দাবি
পঞ্চায়েত ভোটের পূর্বে বনাধিকার আইন সঠিক ভাবে রূপায়ণের দাবিতে সরব বনবস্তি বাসিন্দারা । শুক্রবার উত্তরবঙ্গ বনজন শ্রমজীবি মঞ্চের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় । এদিন বনবস্তি বাসিন্দারা মিছিল করে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে এসে পৌছায় এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করে , বনজন শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক লাল সিং ভুজেল জানান 2006 সালে বনবস্তি বাসিন্দাদের জন্য বনাধিকার আইন পাশ হয় কিন্ত এখন অবধি বনাধিকার আইন সঠিক ভাবে রূপায়ণ হয়নি । বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে বনাধিকার আইন সঠিক ভাবে রূপায়ণ জন্য । #banglanews #newstoday #news #alipurduar #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?