Tripura: পুলিশ সুপারের নেতৃত্বে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য
Tripura: পুলিশ সুপারের নেতৃত্বে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য
গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলা চোড়াইবাড়ি থানার পুলিশ নাকা পয়েন্টে উৎ পেতে বসে। এমন সময় আগরতলা থেকে WB73D-5911 নম্বরের একটি কন্টেইনার গাড়ি আসামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়িটির গোপন কক্ষ থেকে ৬২ প্যাকেটে মোট ৩৩৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার কালোবাজারি মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সঙ্গে অভিযুক্ত লরি চালক ২৯ বছরের জাকির হোসেন, পিতা সামেদ আলি নামে এক যুবককে আটক করা হয়েছে। ধৃত লরি চালকের বাড়ি আসামের কামরূপ জেলার গুয়াহাটিতে। ধৃত লরি চালক পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, এই শুকনো গাঁজাগুলি শিলচর নিয়ে যাওয়া হচ্ছিল । চুড়াইবাড়ি থানার পুলিশ ধৃত লরি চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও চাঞ্চল্যকর তথ্য বের করবে বলে জানিয়েছে পুলিশ। @ubanglatvofficial
What's Your Reaction?