Tripura : মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা : U Bangla TV
Tripura : মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা : U Bangla TV
খোয়াই ত্রিপুরা জেলা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এলাকার কৃষমনি পাড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিল একদল মাফিয়া গোষ্ঠী । একটি ফুট ব্রিজের কাজ চলছিল সেই এলাকায়। আর.ডি.দপ্তরের অধিনে ঠিকাদারের মাধ্যমে এই কাজ শুরু হয়। কিন্তু, কাজের শুরু থেকেই এলাকার কিছু মাফিয়া গোষ্ঠী ঠিকাদারের কাছে নগদ টাকা দাবি করে বলে অভিযোগ উঠেছে। ঠিকাদার মাফিয়া গোষ্ঠীদের টাকা না দেওয়ায় সেই কাজ বন্ধ করে দেয় মাফিয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খোদ ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি ঘটনার সত্যতাও পান। তিনি জানান, এলাকার গান্ধী দেববর্মা, দেববর্মা, এবং অশোক দেববর্মা নামে তিনজন এই কাজে বাঁধা সৃষ্টি করে এবং কাজ বন্ধ করে রাখে। মন্ত্রী বিকাশ দেববর্মা আরও জানান, দীর্ঘদিন যাবৎ এই মাফিয়া গোষ্ঠী এলাকায় বিভিন্ন কাজ থেকে তোলা আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি ও পাচারের সঙ্গে জড়িত রয়েছে মাফিয়ারা। গোটা এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে এই মাফিয়া গোষ্ঠীটি৷ বিষয়টি মন্ত্রী বিকাশ দেববর্মা'র নজরে আসতেই তিনি পুলিশ প্রশাসনের নজরে বিষয়টি আনেন এবং অভিযুক্ত মাফিয়াদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করার জন্য বলেন।
#tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatv
What's Your Reaction?