Tripura | ত্রিপুরা ট্রাফিক পুলিশের স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ | U Bangla TV
Tripura | ত্রিপুরা ট্রাফিক পুলিশের স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ | U Bangla TV
ত্রিপুরা ট্রাফিক পুলিশের স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ!
গোটা ত্রিপুরা জুড়ে শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা ট্রাফিক পুলিশের স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ। এই এনফোর্সমেন্ট ড্রাইভের অঙ্গ হিসেবে শুক্রবার ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালায় ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। এদিন ত্রিপুরা ট্রাফিক পুলিশের ডিএসপি থেকে শুরু করে ইন্সপেক্টর লেবেলের অফিসাররা আগরতলা শহরের বিভিন্ন মোটর স্ট্যান্ড এবং ব্যস্ততম সড়ক গুলিতে অভিযান চালিয়েছেন। এই অভিযানে যাএীবাহী গাড়ি, বাইক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। যারা পরিবহন আইন মানছেন না এবং আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা ট্রাফিক পুলিশের ডিএসপি প্রণব দাস বলেন , প্রতিদিন আগরতলা শহরে যানজট সৃষ্টিকারী একাংশ টোটো চালক এবং অটো চালকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। যার ফলে আগরতলা শহরে নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণরা। এখন থেকে যেসব যান চালকরা ট্রাফিক আইন না মানবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেওয়া হবে। @ubanglatvofficial
What's Your Reaction?