Sundarban : ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা |

May 14, 2023 - 15:43
 0  1

শক্তি বাড়িয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা ।রবিবার দুপুরেই স্থলভাগের উপর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা। যদিও এই ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাতের হাত  থেকে রক্ষা পেয়েছে এ রাজ্য ।বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের উত্তর উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। সরাসরি প্রভাব না পড়লেও সতর্ক বাংলা।বাংলায় সরাসরি প্রভাব না পড়লে ‘মোকা’ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের সোমবার পর্যন্ত সমুদ্রে নামতেও বারণ করা হয়েছে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় মেঘলা আকাশ। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ফের তাপপ্রবাহের সম্ভাবনা।শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’। রবিবার ভোরে গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ২৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড় ‘মোকা’ ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে  বন্দরের কাছাকাছি আছড়ে পড়বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow