South 24 Pargana: বাসন্তীতে উত্তেজনা প্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
South 24 Pargana: বাসন্তীতে উত্তেজনা প্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
পঞ্চায়েত নির্বাচন হওয়ার আগেই হিংসার বলি হতে হয়েছে এক যুব তৃণমূল কর্মীকে।একাধিক পঞ্চায়েত এলাকায় আক্রান্ত হয়েছে শাসক দল ছাড়াও বিরোধী দলের প্রার্থী সহ কর্মীদের।সেই অবস্থার মধ্যেই দিন কয়েক বাদে হতে চলা পঞ্চায়েত নির্বাচন যাতে নির্বিঘ্নে হয় সেই জন্য সোমবারই বাসন্তীতে এসে পৌঁছালো ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে উত্তেজনা প্রবণ কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়াতে। বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গাগরামারি,মণ্ডলপাড়া, লস্করপাড়া,কলতলার মতো অতি স্পর্শকাতর এলাকা গুলোতে বাসন্তী থানার উদ্যোগে শুরু হয় রুটমার্চ।উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচন ঘোষনা হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত বাসন্তী ব্লক।এমনকি গত শনিবার রাতে রাজনৈতিক হিংসার বলি হন জিয়ারুল মোল্লা নামে এক যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক।এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও গিয়েছিলেন উত্তপ্ত বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া ও ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে।বিকালে তিনি ফিরে যেতেই বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়ার বিভিন্ন এলাকায় বাসন্তী থানার পুলিশের উদ্যোগে শুরু হয় রুটমার্চ।এদিন রুট মার্চের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের অভয় দেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজের ভোট নিজেই দেওয়ার জন্য। @ubanglatvofficial
What's Your Reaction?