Nadia: সকাল থেকে চলছিল ছাপ্পা, তাড়িয়ে দেওয়া হয় ভোটারদের
Nadia: সকাল থেকে চলছিল ছাপ্পা, তাড়িয়ে দেওয়া হয় ভোটারদের
সকাল থেকে চলছিল ছাপ্পা, তাড়িয়ে দেওয়া হয় ভোটারদের। সকাল থেকেই দখলনেয় দুষ্কৃতীরা। এলাকায় ঢুকতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে, আর তারি মধ্যে চলছিল ছাপ্পা। বুথের ভেতরে নিদ্রায় মগ্ন ছিল পুলিশ, এরপরে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করে। প্রতিবাদ জানিয়েও কোনো লাভ না হওয়ায় অবশেষে গ্রামবাসীরা একত্রিত হয়। যদিও বেলা বাড়তেই বুথের ভেতরে ঢুকে ব্যালট বাক্স বাইরে ফেলে দেয় দুষ্কৃতীরা, ব্যালটে আগুন ধরিয়ে দেওয়া হয়, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বহিরাগত দুষ্কৃতীরা এসে তান্ডব চালায় বলে অভিযোগ। আবারো গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ করতে গেলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এরপর গ্রামবাসীদের পুলিশের বাধে খণ্ডযুদ্ধ। তবে এই ঘটনায় চরম উত্তেজনা গোটা গ্রামে।ঘটনাটি নদিয়ার হেমায়েত পুর ২১৯ নম্বর বুথের। @ubanglatvofficial
What's Your Reaction?