Nadia | বর্ষাকাল আসতেই ডেঙ্গির প্রকোপ ক্রমেই বৃদ্ধি পেয়ে চলেছে। U Bangla TV

Nadia | বর্ষাকাল আসতেই ডেঙ্গির প্রকোপ ক্রমেই বৃদ্ধি পেয়ে চলেছে। U Bangla TV

Aug 4, 2023 - 18:52
Aug 4, 2023 - 19:08
 0  3

বর্ষাকাল আসতেই ডেঙ্গির প্রকোপ ক্রমেই বৃদ্ধি পেয়ে চলেছে। বৃষ্টির জল বিভিন্ন জায়গায় জমে সেই থেকে মশার লার্ভা জন্মে সেগুলি থেকেই সাধারণত এই ডেঙ্গি মশার উৎপত্তি। তবে ডেঙ্গি নিয়ে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসনও। প্রশাসন এবং জেলার বিভিন্ন সমাজসেবী সংস্থারা নিজেদের মতন করে প্রত্যেকেই ডেঙ্গি মশা নিধন এবং মানুষকে সচেতন করে চলেছে। তবে এবার পিছিয়ে নেই ছোটরাও, ডেঙ্গি মশার মডেল বানিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে সচেতন এবং ডেঙ্গি মশার জমা জলে কীটনাশক ছড়ানোর ব্যবস্থা করল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকারা। 

বৃহস্পতিবার সকাল থেকেই এদিন মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। এই বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরন শেখ এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের নিয়ে একাধিক শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করে থাকেন। জেলায় যখন ডেঙ্গি মশার প্রকোপ দিনের পর দিন বাড়ছে তখন তারাই বা পিছিয়ে থাকবে কেন! প্রধান শিক্ষকের উদ্যোগে এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের কর্মচারীদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের নিয়ে সাধারণ মানুষকে ডেঙ্গি নিয়ে সচেতন করতে এক বিশাল সমাবেশ আয়োজন করলেন তারা।

মূলত এক পড়ুয়াকে অবিকল ডেঙ্গি মশার মতো সাজিয়ে সমাবেশের সামনে রাখা হয় তাকে। এবং তার পিছনে রয়েছে সমস্ত পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড দিয়ে তারা হেঁটে চলল গ্রামের বিভিন্ন অলিগলিতে সাধারণ মানুষকে সচেতন করতে। শুধু তাই নয়, স্কুলের কর্মচারীদের দিয়ে বিভিন্ন জমা জলের মধ্যে এদিন দেওয়া হল কীটনাশক যাতে সেই সমস্ত জমা জলে মশার লার্ভা জন্মাতে না পারে।

এদিনের এই বিশেষ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মচারী এবং পড়ুয়ারা ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানবাশ শেখ। সুতরাং বলা যেতে পারে ছোট ছোট ছেলে মেয়েদের এ ধরনের সচেতন মূলক কর্মসূচির ফলে ভবিষ্যতে কিছুটা হলেও ডেঙ্গি নিয়ে সচেতন থাকবেন স্থানীয় এলাকার বাসিন্দারা। @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow