NJP: বুধবার নক্সালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন অরুণ ঘোষ
NJP: বুধবার নক্সালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন অরুণ ঘোষ
বুধবার নক্সালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন সভাধিপতির সঙ্গে উপস্থিত ছিলেন নক্সালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল, বিএলআরও বিপ্লব হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। ২ বছর আগে প্রায় ২ কোটি টাকা ব্যায়ে নক্সালবাড়ি গ্রামীন হাসপাতালের পরিকাঠামো ও উন্নয়নের কাজ কেমন হয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি ৫০ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালে ইলেকট্রিক সহ একাধিক উন্নয়ন কাজ শুরু হয়েছে। একইসঙ্গে হাসপাতালে এমপিপিএইচ ইউনিট কাজ শুরু হতে চলছে। এদিন সমস্ত কাজের সরেজমিনে তদন্ত করেন সভাধিপতি। পরে সভাধিপতি অরুণ ঘোষ বলেন, ইতিমধ্যেই প্রায় দুই কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। হাসপাতালে পাশাপাশি ৫০ লক্ষ টাকা ব্যয় একাধিক কাজ শুরু হয়েছে। এছাড়া খুব শীঘ্রই হাসপাতালে এমপিপিএইচ ইউনিট শুরু হতে চলেছে। এটি শুরু হলে খুব সহজেই রোগীরা রক্ত সংক্রান্ত পরীক্ষা করতে পারবেন। এছাড়া হাসপাতালে যে সমস্ত সমস্যা রয়েছে। তা নথিভুক্ত করে করা হল এবং চিকিৎসকের সমস্যা নিয়ে স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে @ubanglatvofficial
What's Your Reaction?