Malda: হবিবপুর পঞ্চায়েত ভোটের আগে শাসক দলীয় পতাকা কেউ বা কারা ছিড়ে ফেলে গতকাল রাত্রে
Malda: হবিবপুর পঞ্চায়েত ভোটের আগে শাসক দলীয় পতাকা কেউ বা কারা ছিড়ে ফেলে গতকাল রাত্রে
মালদার হবিবপুর পঞ্চায়েত ভোটের আগেই শাসক দলীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা নিয়ে উচেছে প্রশ্ন। যার জেরে মঙ্গলবার সাত সকালে ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি কাঠের ব্রিজ এলাকায়। তৃণমূল কংগ্রেসের তরফে জানাগেছে গতকাল রাত্রে কেউ বা কারা শাসক দলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে রাস্তার পাশে ফেলে দেয় পতাকা পুরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ।এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আইহো অঞ্চলে তৃণমূল নেতা কর্মী সহ প্রার্থীরা।তৃনমুল কংগ্রেসের অইহো অঞ্চল সভাপতি প্রতাপ দাস বলেন ,গতকাল রাতে কিছু দুষ্কৃতীরা আইহো অঞ্চলের ছাতিয়ানগাছি এলাকায় দলীয় ব্যানার ফেস্টন ছিঁড়ে ফেলে। মঙ্গলবার সকাল বেলা দেখতে পান তৃণমূল কংগ্রেসের পোষ্টারটি ছিরে ফেলেছে ও পতাকায় আগুন লাগিয়ে দেওয়া হয়।বিষয়ে হবিবপুর থানার পুলিশ কে তদন্ত করার জন্য অনুরোধ করেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।খবর পেয়ে ঘটনা স্থালে হবিবপুর থানার পুলিশ আসে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। @ubanglatvofficial
What's Your Reaction?