Kolkata: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে , জনস্বার্থ মামলা
Kolkata: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে , জনস্বার্থ মামলা
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার ফাইল করলেন ফারহাদ মালিক বলে একজন ব্যক্তি......।
সম্পূর্ণ নতুন কিছু বিষয় নিয়ে, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আজ ৫ই জুলাই বুধবার, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার ফাইল করলেন, তিনি মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গরিমা অঞ্চলের বাসিন্দা।
এই মামলার মূল দাবি.....1. এত গরমে ভোট হচ্ছে, ভোটের লম্বা লাইনে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন ,তাই প্রতি বুথে অন্তত একজন করে ডাক্তার রাখা দরকার।
2, প্রতি তিন থেকে চারটি কাছাকাছি বুথে, একটি করে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা রাখা, যাতে কেউ অসুস্থ হলে দ্রুত তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া যায়।
3, প্রতি বুথে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রাখা দরকার।
4, বারবার বিরোধীদের অভিযোগ থাকে ,ভোটের কাউন্টিং এর দিন প্রচুর ম্যানুপুলেশন হয়, তাই ভোট কাউন্টিংএর সব বুথে সিসি টিভির ব্যবস্থা করা ও সেই কাউন্টিং সরাসরি মিডিয়াতে সম্প্রচার করা নির্দেশ দিতে হবে।
5, প্রতি বুথে অত্যন্ত চার জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সুনিশ্চিত করা।
6, পোস্ট পুল ভায়োলেসন যাতে না হয় তা সুনিশ্চিত করা।
এই একগুচ্ছ দাবি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলার ফাইল করা হলো । এই মামলার আইনজীবী শ্রমিক বাগচী এবং রামেশ্বর সিনহা সংবাদ মাধ্যমিকে জানান, হাইকোর্ট আজ এই মামলা গ্রহণ করেছেন এবং আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। @ubanglatvofficial
What's Your Reaction?