Kolkata: এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকতে পেল শহর কলকাতা

Kolkata: এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকতে পেল শহর কলকাতা

Jun 29, 2023 - 17:46
 0  2

রামনবমী বা হনুমান জয়ন্তীর দিন অশান্ত পরিস্থিতি আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি এক বৃন্তে দুটি কুসুমের। তাই আজ এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকতে পেল শহর কলকাতা। সিঁথি সার্কাস ময়দানের কাছে শ্রী শ্রী কাশীশ্বর শিব মন্দিরে নিজেদের দুর্গোৎসব ভূমি পুজোর দিনে আজ মুসলিম বালিকার কুমারী পুজো হল। ঈদুজ্জোহার দিন রাম ও রহিম মিলেমিশে এক হয়ে দুর্গাপুজোর প্রথম অধ্যায়ের সূচনা করেন। বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোশিয়েশন তাদের ৭৫ তম বর্ষের পুজোর সূচনা থেকেই হিন্দু মুসলমান ভুলে গিয়ে, সবাইকে নিয়ে একসঙ্গে সর্বজনীন উৎসবে মেতে উঠবে। দুই সম্প্রদায়ের মানুষ সোনাগাছি পল্লির মাটি নিয়ে আসবেন সকালেই। শুরু হল কুমারী ও ভূমি পুজো। @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow