Kolkata:আজ সারম্বরে পালিত হল, কলকাতা ইসকনের বাহান্ন তম উল্টো রথযাত্রা উৎসব

Kolkata:আজ সারম্বরে পালিত হল, কলকাতা ইসকনের বাহান্ন তম উল্টো রথযাত্রা উৎসব

Jun 29, 2023 - 15:33
 0  1

আজ ২৮ শে জুন, বুধবার ,বেলা একটাতে শুরু হয় এই উল্টো রথযাত্রা উৎসবের কর্মসূচি, ও প্রসেশন সাজানোর কাজ, ।  পার্ক স্ট্রিটের ময়দানে , বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত দিন মাসির বাড়িতে থাকার পর ,আজ জগন্নাথ বলরাম সুভদ্রা পুনরায় নিজের গৃহে ফিরে যাচ্ছেন। আর তারই নাম সংকীর্তনে ভক্তরা উত্তাল।  সকাল থেকেই চলছে নাম  জগন্নাথের নাম গান ও জয়ধ্বনি, সমস্ত ভক্তবৃন্দরা এক কাছে এসে উপস্থিত হয়েছেন। 

জগন্নাথ বলরাম সুভদ্রা রথ সাজানোর পর এবং তাদেরকে রথে প্রতিষ্ঠা করার পর প্রথমে চলে নৃত্যের অনুষ্ঠান, এরপর বিধায়ক ও কাউন্সিলরের উপস্থিতিতে পূজা অর্চনা ও আরতি, তারপর গুরুদেবের অনুমতি মত দড়িতে টান দেওয়া শুরু হয় এবং তাহার শুভ সূচনা করেন উপস্থিত বিধায়কগণ ও কাউন্সিলরগণ,,,,

বেলা দুটো নাগাদ  ভক্তদের সমাগমে এবং তাদের জয়ধ্বনি তে, এবং সুন্দর একটি প্রসেশন ও নৃত্যের মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললেন জগন্নাথ বলরাম সুভদ্রা বাড়ির দিকে, পার্ক স্টীট ময়দান থেকে ধর্মতলা হয়ে এস এন  ব্যানার্জি রোড ধরে মৌলালি হয়ে মল্লিক বাজার হয়ে  থিয়েটার রোড ধরে নিজগৃহে ফিরলেন  জগন্নাথ বলরাম সুভদ্রা, সাড়ে ছটা নাগাদ, রাস্তার দু'ধারে অগণিত ভক্ত এবং দর্শকেরা অনেকখন ধরে অপেক্ষা করছিলেন, কখন এই রাস্তা ধরে বলরাম সুভদ্রা, জগন্নাথ আসবেন, প্রশাসনের সতর্ক দৃষ্টি এবং সহযোগিতা চোখে পড়ার মতো , যাতে কোনরকম অসুবিধে না ,হয়,  এবং কোনো প্রকার গন্ডগোল যাতে না হয় সেদিকেও তারা নজর দেখেছেন।, ইসকনের কর্তৃপক্ষ এই কটা দিন সুন্দরভাবে সহযোগিতা করার জন্য ইলেকট্রিক সাপ্লাই থেকে শুরু করে প্রশাসন এবং কর্পোরেশন ও ফায়ার সার্ভিস এর অফিসারদের ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা জানিয়েছেন,। যেভাবে আগামীকাল থেকে বৃষ্টি যে ভাবে শুরু হয়েছিল  ইসকন কর্তৃপক্ষের মন অনেকটাই ম্লান  হয়ে গিয়েছিল, কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার বাড়ি ফেরার পথে কোনরকম বৃষ্টি হয়নি।  ভক্তরাও আনন্দিত। @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow