Kolkata : কলকাতার শরফ হাউসের অগ্নিকাণ্ডের ঘটনার প্রভাব সোদপুরে |
কলকাতার শরফ হাউসে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে প্রশাসন।সেই বৃদ্ধের পরিচয় পত্র দেখে জানা যায় সোদপুর ঘোলা নবপল্লী এলাকার বাসিন্দা।তার নাম শ্যামসুন্দর সাহা বয়স ৬৫। পরিবারের লোকজন নিখোঁজের ডাইরি করে হেয়ার স্ট্রিট থানায়।গতকাল প্রশাসনের তরফ থেকে শ্যামসুন্দর সাহার বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন গিয়ে শ্যামসুন্দর বাবুর মৃতদেহ সনাক্ত করে। অগ্নিকাণ্ডের সময় সেই বিল্ডিং এ আটকে যায় শ্যামসুন্দর সাহা।পরিবারের লোকজন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এনেছে যে,শ্যামসুন্দর সাহার খবর কোম্পানি কেন তাদের পরিবারের লোকজনদের জানায়নি। কোম্পানিতে উপস্থিত থাকার খবর কোম্পানি কতৃপক্ষ কেন চেপে গেল?এই নিয়ে প্রশ্ন তুলেছেন শ্যামসুন্দর সাহার পরিবারের লোকজন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোদপুর ঘোলা নবপল্লী এলাকায়।
What's Your Reaction?