Bangaon: বনগাঁ হাই স্কুল পরিদর্শনে গিয়ে এমনই অভিযোগ তুললেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ
Bangaon: বনগাঁ হাই স্কুল পরিদর্শনে গিয়ে এমনই অভিযোগ তুললেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ
বনগাঁ হাইস্কুলের মিড ডে মিলের খাবার গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও, এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হতেই সরজমিনে বনগাঁ হাই স্কুল পরিদর্শনে যান বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়ে রাম বামের সমন্বয়ে বিদ্যালয়ের বদনামের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। বৃহস্পতিবার পৌরসভার বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে বিদ্যালয় পরিদর্শনে যান গোপাল শেঠ। এদিন তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বুধবার হাই স্কুলের মিড ডে মিলের রান্নার কাজ করছিল তাদের সাথে কথা বলেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপালবাবু বলেন, রাধুনীরা নিজেদের খাওয়ার জন্যই উদ্বৃত্ত খাবার বাড়িতে নিয়ে যাচ্ছিল। যেটা কোন অন্যায় নয়, তারা চুরি করে কিছু করেনি। বিদ্যালয়ের মধ্যেই কিছু বাম প্রতিনিধি রয়েছে তারা বিদ্যালয়ের বদনাম করার জন্য রামের সাথে যুক্ত হয়ে অপপ্রচার করছে।
পৌর প্রধানের বিদ্যালয়ের পরিদর্শন নিয়ে বনগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষক কুনাল দে বলেন, চেয়ারম্যান স্যার মাঝেমধ্যেই বিদ্যালয়ের পরিদর্শনে আসেন। বুধবারের ঘটনা প্রসঙ্গে কিছুই বলেননি, উনি সাংবাদিকদের কিছু বলতে চেয়েছিলেন সেই জন্যই আজ এসেছিলেন।
রাম বামের সমন্বয়ে বিদ্যালয়ের বদনাম করার চেষ্টা প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন, কোন ভুল হলে সেই ভুলটা শুধরে নেওয়া উচিত। আমি কখনো বিদ্যালয়কে কালিমালিপ্ত করার চেষ্টা করিনি, আমি অনুরোধ করেছি এখনো করছি যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তদন্ত হোক @ubanglatvofficial
What's Your Reaction?