59 তম মৃত্যুবার্ষিকীতে নেহরুকে শ্রদ্ধার্ঘ।
59 তম মৃত্যুবার্ষিকীতে নেহরুকে শ্রদ্ধার্ঘ।
১৯৬৪ সালের ২৭ মে প্রয়াত হন নেহরু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর শেষযাত্রায় কমপক্ষে ১৫ লক্ষ মানুষ শামিল হয়েছিলেন। আজ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৫৯ তম মৃত্যুবার্ষিকী,তাঁর মৃত্যুবার্ষিকীতে ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু দেশের দীর্ঘতম প্রধানমন্ত্রী। টানা ১৭ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। জওহরলাল নেহেরু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ও ভারতের স্বাধীনতার জন্য তাঁর লড়াই অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি বেশ কয়েকবার কারাগারে বন্দি হন। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর নেহরু প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।১৯৪৭ থেকে ১৯৬৪-র আজকের দিন পর্যন্ত টানা ১৭ বছর আমৃত্যু তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন।১৯৬৪ সালের ২৭ শে মে ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের এই মহান নেতা জওহরলাল নেহরু মৃত্যুবরণ করেন । তবে আজ ও তিনি ভারতীয় তথা বিশ্বের রাজনীতিতে সমান প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ অংশ।
#jawaharlalnehru #pm #primeministerofindia #jawaharlalnehruuniversity
What's Your Reaction?