Kolkata: 38 এ পৌছাল সল্টলেকের তাপমাত্রা |

Apr 10, 2023 - 17:13
Apr 10, 2023 - 17:27
 0  3

38 এ পৌছাল সল্টলেকের তাপমাত্রা। কঠিন দিন আসছে কলকাতায়। 10 এপ্রিল অর্থাৎ আজ থেকেই শুষ্ক গরম বাতাসের প্রভাব বেশি করে শুরু। এখন স্বাভাবিকের থেকে 1 থেকে 3 ডিগ্রি বেশি। আরও বাড়বে। 2 থেকে 3 ডিগ্রি। ঘাম হবে না।

আজ বেলা আড়াইটায় (দিনের সর্বোচ্চ নয়)

আলিপুর 37
দমদম 37
সল্টলেক 38 দশমিক 4
দীঘা 36 দশমিক 6
হলদিয়া 37
ক্যানিং 36
ডায়মন্ডহারবার 37
আসানসোল 37 দশমিক 8
শ্রীনিকেতন 38 দশমিক 6
বাঁকুড়া 38 দশমিক 6
মালদহ 37 দশমিক 8
কোচবিহার 34 দশমিক 6
জলপাইগুড়ি 35 দশমিক 2
দার্জিলিং 20 দশমিক 4


অর্থাৎ পার্বত্য এলাকা বাদ দিলে উত্তরের সমতলেও তীব্র গরম। পয়লা বৈশাখ পর্যন্ত চলবে। কলকাতায় শেষ বৃষ্টি 1 এপ্রিল। আগামি 5 দিন কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। দীর্ঘ ড্রাই স্পেল গরম। আমরা প্রায় 9 দিন বৃষ্টি ছাড়া আছি। আপাতত আমরা কালবৈশাখি পাব না। শিশু, বয়স্ক এবং আগে থেকে অসুস্থ যারা, তাদের মাসল ক্র‌্যাম্প সহ একাধিক উপসর্গের সতর্কতা। ঘন ঘন জল খান। বাইরের খাবার বর্জন করুন। কায়িক পরিশ্রমের কাজ 11 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত এড়িয়ে চলুন। জেলায় জেলায় এখনই 37 বা 38। অনেক জায়গায় খুব দ্রুত 40 ছুঁয়ে ফেলবে। তাপপ্রবাহের পরিস্থিতি। প্রকৃত তাপপ্রবাহ শুরু হলে এলার্ট দেব। তাপপ্রবাহের শর্ত তাপমাত্রা 40 পেরোতে হবে। তা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তার বেশি হতে হবে। কলকাতায় এপ্রিলে 40 নতুন নয়। কিন্তু একটানা এতোদিন প্রায় একই রকম গরম এটা নতুন। পয়লা বৈশাখের পর আরও বাড়তে পারে তাপমাত্রা। দুপুর বেলা দীর্ঘ সময় বাইরে থাকবেন না। হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা এড়ান। আমরা আশঙ্কা করছি একাধিক জেলায় 48 থেকে 72 ঘণ্টার মধ্যে 40 ছাড়াবে। পেরোলে আমরা তাপপ্রবাহের এলার্ট ইস্যু করব। পশ্চিম ও উত্তর ভারতের শুষ্ক তপ্ত হাওয়া। পয়লা বৈশাখের আগে আর রাজ্যে নেই কালবৈশাখি।#youtube #westbengal #westbengalnews #climate #temparature  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow