27 বছর পর ফের ভারতে 71 তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা|
27 বছর পর ফের ভারতে 71 তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা|
মিস ওয়ার্ল্ড, এই প্রতিযোগিতা নিয়ে ভারতের ফ্যাশন দুনিয়া সবসময়ই বেশ ভালো রকম মেতে থাকে। তবে জানেন কী এবার ২০২৩ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে ভারতের বুকেই। খুব অবাক লাগছে তাই না? তবে ঠিকই শুনছেন। ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হতে চলেছে ভারতে। দীর্ঘ ২৭ বছর পর আবারো এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত। একথা গত ৮ই জুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে ১৩০ টি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই দেশগুলির জাতীয় চ্যাম্পিয়নরা নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এই প্রতিযোগিতায়। ৭১ তম প্রতিযোগিতায় তারা ভারতে আসছেন। জানা গিয়েছে এক মাস তারা ভারতেই থাকবেন। দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার পর এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজনের সুযোগ পেয়েছে ভারত। এছাড়াও ভারত এমন একটি দেশ যে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছে ৬টি। এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিরা ভারতের বৈচিত্র আর সংস্কৃতির সাথে পরিচিত হবেন। #worldaffairscurrentaffairs #missworld #india #worldnews @ubanglatvofficial
What's Your Reaction?