১৯ লক্ষ টাকার প্রতারণার শিকার ত্রিপুরার পাঁচজন যুবক

Apr 24, 2023 - 13:36
 0  3

কানাডায় মাসে সাড়ে তিন লক্ষ টাকার চাকরির প্রলোভন দেখিয়ে ত্রিপুরার পাঁচজন যুবকের কাছ থেকে ১৯ লক্ষ টাকা রীতিমতো লুট করে নিল বহি:রাজ্য চন্ডিগড়ের এক প্রতারক। অভিযোগ চন্ডিগড়ের 'গ্লোবাল ইমিগ্রেশন সার্ভিসেস' নামক একটি কোম্পানির কর্ণধার তথা প্রতারক গুরুজিৎ সিং এর বিরুদ্ধে। প্রতারক গুরুজিৎ সিং এর বিরুদ্ধে আগরতলা পশ্চিম জেলা ও দায়রা আদালতে অভিযোগ দাখিল করলেন ক্ষতিগ্রস্ত যুবকেরা। এই যুবকরা হলেন চন্দন দাস, অন্তর দাস, সান্তু দাস, রতন দাস, পরিমল দাস। এরা প্রত্যেকেই আগরতলার বাসিন্দা। গুরুজিৎ সিং অর্থাৎ প্রতারক ত্রিপুরার ওই পাঁচজন যুবকের কাছ থেকে দাবি করেছিল জনপ্রতি চার লক্ষ টাকা দেওয়া হলে তাদেরকে কানাডা যাওয়ার ভিসা প্রদান করা হবে । কিন্তু অভিযোগ, মোট ১৯ লক্ষ টাকা দেওয়ার পর গত দেড় মাস ধরে প্রতারক গুরুজিৎ সিং কোন প্রকার যোগাযোগই রাখছে না ত্রিপুরার ওই পাঁচজন যুবকের সাথে। প্রতারক গুরুজিৎ সিং ফোন ও তুলছে না বলে অভিযোগ। এব্যাপারে আগরতলার পশ্চিম জেলা ও দায়রা আদালতে লিখিতভাবে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ত্রিপুরার ওই পাঁচজন যুবক। ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং আইটি অ্যাক্ট ধারায় প্রতারক গুরুজিৎ সিং এর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। মামলার নাম্বার সি আর এম আই এস সি ৩১/ ২০২৩। ক্ষতিগ্রস্তদের পক্ষে মামলাটির পরিচালনা করছেন আইনজীবী দেবাশীষ দত্ত। #youtube #tripura #tripuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow