সিবিআই এর কড়া নজরে অনুব্রত ঘনিষ্ট আবদুল লতিফ | U Bangla TV
অনুব্রত মন্ডলের সাথে তার সঙ্গী আবদুল লতিফের জড়িত থাকার অভিযোগ আনে সিবিআই, কিন্তু আবদুল লতিফের আইনজীবী সুপ্রীম কোর্টের থেকে সুরক্ষা কবচ নিয়ে আসে শর্তসাপেক্ষে। আদালত নির্দেশ দিয়েছে কোনো প্রশাসনিক মামলা চলা কালিন তাকে গ্রেপ্তার করতে পারবে না এবং সপ্তাহের তিনদিনের মধ্যে একদিন সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে এবং আদালতে নির্দিষ্ট দিনেও হাজিরা দিতে হবে, সেই আদেশানুসারে সোমবার সিবিআই আদালতে হাজিরা দিতে আসেন আবদুল লতিফ। আবদুল লতিফের আইনজীবী শেখর কুন্ডু জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ তারা পালন করছেন। আজ অর্থাৎ সোমবার তাকে আদালতে পেশ করা হয়েছে এবং তাকে আগামী ২০ শে মে পুনরায় আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
What's Your Reaction?