শিলিগুড়ি : ১০২ নম্বর ডায়াল করে অ্যাম্বুলেন্স পরিসেবা পেয়ে খুশি প্রসূতি মায়েরা |

May 15, 2023 - 18:19
 0  2

মৃত শিশুকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দিতে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ। অ্যাম্বুলেন্স চালকের দাবি মতো টাকা দিতে না পারায় অ্যাম্বুলেন্স পরিসেবা পাওয়া থেকে বিরত থাকেন কালিয়াগঞ্জের বাসিন্দা অসীম দেবশর্মা। অসহায় হয়ে শেষমেষ জামাকাপড়ের ব্যাগে করে নিয়েই মৃত শিশুকে বাড়ি নিয়ে যান। অভিযোগ ওঠে ১০২ নম্বর ডায়াল করে অ্যাম্বুলেন্স পরিসেবার বিরুদ্ধেও। যদিও ১০২ নম্বর ডায়াল করে বিনামূল্যে যে অ্যাম্বুলেন্স পরিসেবা পাওয়া যায় তা প্রসূতি মা ও তাদের সন্তানরাই পেয়ে থাকেন। মৃত শিশু বা কোনো মৃত ব্যাক্তি এই পরিসেবা পায় না। এদিকে ১০২ নম্বর ডায়াল করে বিনামূল্যে প্রসূতি মায়েরা পরিসেবা পাচ্ছেন বলে দাবি করেন প্রসূতি মায়েরা। এমনকি তাদের কাছ থেকে কোনো মূল্য কেউ দাবি করে নি বলেও জানান অধিকাংশ প্রসূতি মায়েরা। সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে এমন চিত্রই ধরা পড়ল। সরকারি এই পরিসেবা পেয়ে  খুশি প্রসূতি মায়েরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow