শট সাৰ্কিটের ফলে আগুন লেগে যায় এক বসতবাড়িতে
দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের মন্দিরতলা এলাকায় আগুনে পুড়ে যায় এক বসতবাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ নূর হোসেন শেখ নামের এক ব্যক্তির বাড়িতে ইলেকট্রিক বোর্ডে হঠাৎ আগুন লেগে যায় এরপর আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে মুহূর্তের মধ্যে জ্বলতে থাকে। এরপর স্থানীয় বাসিন্দারা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সাগর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন । বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ ও মুড়িগঙ্গা অঞ্চলের পঞ্চায়েত সদস্যা সাবিনা বিবি । তবে শর্ট সার্কিটের কারণেই এই বিধ্বংসী আগুন লাগে বলে জানা যায়। #youtube #south24pgs #south24pargananews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?