রয়েল বেঙ্গল টাইগারের পর হিমালয়ান ব্ল্যাক বিয়ারের সংখ্যা বৃদ্ধি
বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সফল প্রজনন। এক সন্তানের মা হল ফুর্বু। বাঘের পর এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সফল প্রজনন হওয়ার খুশির আবহ বেঙ্গল সাফারি পার্কে। ২৬ দিন আগে সুস্থ সন্তানের জন্ম দিয়েছে সাফারি পার্কের হিমালয়ান ব্ল্যাক বিয়ার ফুরবু। জানা গিয়েছে শাবকটির কিছুদিনের মধ্যেই লিঙ্গ নির্ধারণ হবে৷ উল্লেখ্য কয়েকবছর আগে দার্জিলিং চিড়িয়াখানা থেকে ফুর্বু ও ধ্রুব নামের দুটি ভাল্লুককে বেঙ্গল সাফারি পাকে আনা হয়েছিল। মাচ মাসে নতুন শাবকের জন্ম হয়। রয়েল বেঙ্গল টাইগারের পর হিমালয়ান ব্ল্যাক বিয়ারের সফল প্রজনন হওয়ায় বেজায় খুশি সাফারি পার্ক কতৃপক্ষ। #youtube #siliguri #siligurinews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?