রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটারদের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মুর্শিদাবাদের ভরতপুর জুরে চলছে রেশনের ভয়াবহ কালোবাজারি। নিষ্ক্রিয়তার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। রেশনের দ্রব্য চুরি করে লালাবাগ ও তারাপিঠ হোটেল নারীচক্রের ব্যবসা চালাচ্ছে রেশনের ডিষ্ট্রিবিউটার সহ একাধিক রেশন ডিলার। সেই তথ্যই ফাঁস করলো ইউনিয়নেরই অপর দুই সদস্য তথা ভরতপুর এক নম্বর ব্লকের দুই রেশন ডিলার।
প্রকাশ্যে রেশন দ্রব্যের গোডাউন বদল করে রেশনের মাল আত্মসাৎ করে ও রেশন গ্রাহক দের দু নম্বরী মাল বিতরণ করছে রেশন ডিলাররা। অবৈধ গোডাউনে গিয়ে অভিযুক্ত ডিলারদের হাতেনাতে ধরে রেশনের মাল ভর্তি গোডাউনে তুমুল বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানিয়েছেন ঐ এলাকার অপর দুই রেশন ডিলার। এলাকারই কিছু প্রভাবশালী রেশন ডিলার ইউনিয়নের নামে সাধারণ মানুষের রেসনদ্রব্য পরিবর্তন করে সাধারণ মানুষকে দুনম্বরী দ্রব্য সরবরাহ করছে কিছু রেশন ডিলার ও রেশনের সাথে যুক্ত ব্যক্তিরা। গতকাল রাত্রে এই অভিযোগ করে ভরতপুর এলাকার বাগানপাড়া এলাকায় থাকা একটি অবৈধ গোডাউনে গিয়ে বিক্ষোভ দেখিয়া সংবাদ প্রকাশের আবেদন করেছেন ভরতপুর ব্লকের , সন্তোষপুরের ডিলার সামিইল ইসলাম, এবং ডাঙ্গাপাড়ার রেশন ডিলার জুয়েল সেখ।
এই দুই ডিলারের অভিযোগ সরকারি একাধিক জায়গায় ভরতপুরের এই কালোবাজারি বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মেলেনি কোন সূরাহা। এলাকার কিছু অসাধু রেশন ডিলার ও রেশনের সাথে যুক্ত ব্যক্তিদের ভয়ে সকল ডিলারকে চুপ করে থাকতে হয় এবং সকল ডিলারের কাছে থেকে রেশনে দ্রব্য সহ ইউনিয়নের নামে জোর করে টাকাও তোলা হয়। যদিও সামিউল ইসলাম নামের এই ডিলারের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত। ওই সমস্ত রেশন তবে অবিলম্বে ভরতপুরের এই কালোবাজারি বন্ধ করতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন ভরপুরের এই দুই রেশন ডিলার। #youtube #murshidabad #murshidabad_news #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?