রাত পোহালেই খুশির ঈদ
রাত পোহালেই খুশির ঈদ। তার আগে জমে উঠেছে জলপাইগুড়ির বাজার । ঈদ উদযাপন কে কেন্দ্র করে যেমন চলছে বাজারে কেনা কাটা অন্যদিকে তেমনি জলপাইগুড়ির মার্চেন্ট রোডের জামা মসজিদে ঈদের নামাজ পড়ার আগে প্যান্ডেল তৈরীর শেষ পর্যায়ের কাজ চলছে জোরকদমে। এদিন ঈদের বাজারের শেষ কেনাকাটা করতে দেখা গেল ঈদ অনুরাগীদের ভিড়। বাজারে চড়া দাম থাকা সত্বেও কেনা কাটায় খামতি নেই ক্রেতাদের। বাজারে আসা শরিফ মহলদার বলেন, গত দুই বছর করোনা পরিস্থিতি থাকায় স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন হয়েছিল। এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় খুশির ঈদ ভালভাবেই হবে। বাজারে কিছু জিনিসের দাম বেশী রয়েছে ঠিকই কিন্তু ঈদ উদযাপনে যা যা প্রয়োজনীয় তা কিনতেই বাজারা আসা । তবে গেলবারের তুলনায় এবার ভাল হবে ঈদ। জলপাইগুড়ি মার্চেন্ট রোডের ব্যাবসায়ী মহম্মদ বাপ্পী খান বলেন, গত দুই বছরের তুলনায় এবার ভাল ব্যাবসা হয়েছে। আজ শুক্রবার শেষ কেনা কাটার বাজার চলছে। আগামী কাল শনিবার খুশির ঈদ | #youtube #jalpaiguri #njp #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?