Malda : রতুয়ার লস্করপুরে পুলিশের মানবিক আচরণ
প্রখর রৌদ্রে ভিক্ষাবৃত্তি করে থলিতে জমেছিল কয়েক'শো টাকা। টোটোতে যাত্রাকালীন সেই থালা কোথায় উধাও হল,টের পায়নি ওই ভিক্ষুক।কাটফাটা রৌদ্রে সড়ক ধরে খুঁজতে খুঁজতে নাকাল হয়ে পড়ে তিনি।অবশেষে কর্মরত সিভিক ভলান্টিয়ারের হাতে নাগাল পেলেন ভিক্ষাবৃত্তির ওই থলি। জানা যায় ভিক্ষার্থীর বাড়ি সামসি এলাকাই ।থলির খোঁজ পেয়ে খুশি তিনি। ভিক্ষুককে জিজ্ঞাসাবাদ করে তারা থলি হস্তক্ষেপ করে সিভিক ভলান্টিয়ার নাজির হোসেন ও অমিতাভ কর্মকার।রবিবার এমনই মানবিক ঘটনার সাক্ষী থাকলো রতুয়ার লস্করপুর এলাকা। এই নিয়ে দুইবার মানুষের টাকা হারিয়ে যাবার উদ্ধার করে দেন পুখুরিয়া থানার সিভিক ভলেন্টিয়ার। একমাস আগে আজাহার নামে ব্যক্তির ৭০০০ টাকা হারিয়ে যায়। সেই সাত হাজার টাকা সিভিক ভলেন্টিয়ার এর উদ্যোগে উদ্ধার হয় এবং টাকা মালিকের হাতে তুলে দেয়। এলাকাবাসী এবং পুকুরিয়া থানার গৌতম চৌধুরীকে ও সিভিক ভলেন্টিয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ জানায়। একমাস আগে যে ৭ হাজার টাকা হারিয়েছিল আজাহার আলী নামের ব্যক্তির আজকে তিনি পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরীকে ও সিভিক ভলেন্টিয়ারকে অসংখ্য ধন্যবাদ জানান।৮১ নং জাতীয় সড়কের লস্করপুরে ট্রাফিক সামলাচ্ছিলেন ওই দুই সিভিক ভলান্টিয়ার।সড়ক পথে একটি থলি পড়ে থাকতে দেখেন তারা।সেটিকে নিজেদের হেফাজতে নেন দুই সিভিক ভলান্টিয়ার নাজির ও অমিতাভ।এক ভিক্ষুক দাবি করলে তা দিয়ে দেওয়া হয়।থলিতে প্রায় ৩০০ টাকা ও অন্যান্য সামগ্রী ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।সিভিক ভলান্টিয়ারদের এমন মনোভাবনায় তাদের ধন্যবাদ জানাচ্ছে সকলে।কারন গত মাসে খুইয়ে যাওয়া নগদ সাত হাজার টাকা এক পথ চলতি মানুষের ফিরিয়ে দিয়েছিল ওই দুই সিভিক ভলান্টিয়ার | #youtube #malda #maldanews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?