যুক্তরাষ্ট্র থেকে ড্রোন কিনছে ভারত।
যুক্তরাষ্ট্র থেকে ড্রোন কিনছে ভারত।
সবকিছু ঠিকমতো এগোলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফরে গুরুত্বপূর্ণ দুটি সামরিক চুক্তি সই হতে চলেছে। এই দুই চুক্তি সম্পাদিত হলে প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত যেমন স্বাবলম্বী হওয়ার দিকে কয়েক কদম এগিয়ে যাবে, তেমনই প্রভূত সামরিক শক্তি বাড়বে। মোদির সফরের প্রাক্কালে সরকারি সূত্রে এই খবর জানা গেছে। ভারত কিনতে চলেছে ‘এমকিউ-৯বি সি গার্ডিয়ান’ সশস্ত্র ড্রোন। চালকবিহীন এই ড্রোন মারফত আকাশ থেকে জমিতে ছোড়ার জন্য থাকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও স্মার্ট বোমা। মোট ৩০০ কোটি ডলারের এ ড্রোন চুক্তি আপাতত দুই দেশের শেষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। #newstoday #newsvideo #current_affairs #worldaffairscurrentaffairs @ubanglatvofficial
What's Your Reaction?