মেদিনীপুরের উপর দিয়ে চলল বন্দে ভারত এক্সপ্রেস | U Bangla TV
বন্দেভারত ভারত এক্সপ্রেস এবার দক্ষিণ পূর্ব রেলওয়ে হওড়া-খড়গপুর ডিভিশনের ওপর দিয়ে চলবে। যদিও এর আগে হাওড়া থেকে শিলিগুড়ি চালু হলেও এবার যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেলওয়ে থেকে শুক্রবার ট্রায়াল রান হলো বন্দে ভারত এক্সপ্রেস এর।সাঁতরাগাছি থেকে পুরী পর্যন্ত চলবে এই ট্রেন। সকাল ৬ :১০ মিনিটে সাঁতরাগাছি থেকে যাত্রাশুরু করে। তবে পূর্ব মেদিনীপুরের প্রবেশ দ্বার কোলাঘাট স্টেশন অতিক্রম করলো ঠিক সকাল ৭.০১ মিনিটে। সাঁতরাগাছি-পুরী বন্দেভারত এক্সপ্রেসের ট্রয়ালরান শুরু হওয়ায় খুশি রেলযাত্রীরা। বিশেষকরে ভ্রমনপ্রিয় বাঙালিরা। তবে কবে থেকে প্যাসেঞ্জার নিয়ে চালবে তা এখনো জানা যায়নি রেলদপ্তর থেকে।
বন্দেভারত ভারত এক্সপ্রেস এবার দক্ষিণ পূর্ব রেলওয়ে হওড়া-খড়গপুর ডিভিশনের ওপর দিয়ে চলবে। যদিও এর আগে হাওড়া থেকে শিলিগুড়ি চালু হলেও এবার যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেলওয়ে থেকে শুক্রবার ট্রায়াল রান হলো বন্দে ভারত এক্সপ্রেস এর।সাঁতরাগাছি থেকে পুরী পর্যন্ত চলবে এই ট্রেন। সকাল ৬ :১০ মিনিটে সাঁতরাগাছি থেকে যাত্রাশুরু করে। তবে পূর্ব মেদিনীপুরের প্রবেশ দ্বার কোলাঘাট স্টেশন অতিক্রম করলো ঠিক সকাল ৭.০১ মিনিটে। সাঁতরাগাছি-পুরী বন্দেভারত এক্সপ্রেসের ট্রয়ালরান শুরু হওয়ায় খুশি রেলযাত্রীরা। বিশেষকরে ভ্রমনপ্রিয় বাঙালিরা। তবে কবে থেকে প্যাসেঞ্জার নিয়ে চালবে তা এখনো জানা যায়নি রেলদপ্তর থেকে।
What's Your Reaction?