মালদায় তীব্র জলসংকটের ফলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকাবাসী
মালদাতে জলের কারণে কারো পড়ে যাচ্ছে দাঁত আবার কারো ফেটে গেছে নাক ও ঠোট। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।কেন এই অবস্থা?গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে জল কষ্টে ভুগছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের মানুষজন।প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে গ্রামের নলকূপ গুলিতে জল উঠছে না।তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে ওই গ্রামে।বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মাঠের মিনি পাম্প থেকে পানীয় জল বয়ে নিয়ে আসতে হচ্ছে গ্রামের বধূদের। ফলে অতি কষ্টে বাড়ির নলকূপ চাপতে গিয়ে হাতল ছিটকে ঘটছে দুর্ঘটনা। নলকূপের হাতলের আঘাতে গ্ৰামের অনেক মহিলার দাঁত ভেঙে গেছে,আবার কারো কপাল,নাক ও ঠোঁট ফেটে জখম হয়ে গেছে।গ্রামবাসীদের অভিযোগ,স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরের কাছে বারবার লিখিত আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই গ্রামবাসীরা এলাকায় সাব মারসিবল বসানোর দাবি জানিয়েছেন।কিন্তু এই সমস্যা কবে দূর হবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা।শীঘ্রই সমস্যা দূর না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তাঁরা। #youtube #malda #maldanews #watercrisis @ubanglatvofficial
What's Your Reaction?