মানবিকতা রক্ষার্থে বিশ্ব জুড়ে পালিত রেডক্রস দিবস | U Bangla TV
প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা অন্য কোনো বিপদে, সাধারণ মানুষেরা দুর্বিষহ অবস্থায় পড়লেই তাদের সাহায্যে ঝাঁপিয়ে পড়ে একাধিক স্বেচ্ছাসেবীসংস্থা। আর এই স্বেচ্ছাসেবক সংস্থার কথা বলতে গেলেই যাদের কথা প্রথমেই বলতে হয় তারা হলো রেড ক্রস ।
সারা বিশ্বের নানা রকম সেবামূলক কাজে যুক্ত এই রেডক্রস সংস্থা। এই সংস্থার যে সিমবলটি দেখতে পাই তার অর্থ আত্মরক্ষা ও মানুষের সাহায্যের হাত ,সংস্থার লোগো যদি এত অর্থপূর্ণ হয়, তাই থেকেই বোঝা যাচ্ছে সংস্থাটি মানবসেবায় কতটা নিয়োজিত। রেডক্রস সংস্থার কাজকে সম্মান জানিয়ে সারা বিশ্বে রেডক্রস দিবস হিসেবে পালিত হয়। ১৯৪৮ সালে প্রথম আন্তর্জাতিক রেডক্রস দিবস প্রথমবারের জন্য পালিত। ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেডক্রস এর প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি দুনান্ত, তাঁর জন্মদিনটিকেই রেডক্রস দিবস হিসেবে পালিত হয়। হেনরি দুনান্ত তাঁর এই মানবসেবামূলক কাজের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। সারা বিশ্বে এই স্বেচ্ছা সেবক সংস্থার অনেক কর্মী সদস্যরা ছড়িয়ে রয়েছেন তাদের সন্মানে আজকের দিনটি উদযাপিত হয় সারা বিশ্বে।
মানবিকতা, নিরপেক্ষ থাকা , স্বাধীনতা ,স্বেচ্ছাশ্রম,একতা এই ভাবনাগুলোর উপর দাঁড়িয়ে তাদের গোটা কর্মকাণ্ড।
What's Your Reaction?