মরা মাছে ছেয়ে গেছে সমুদ্র সৈকত
মরা মাছে ছেয়ে গেছে সমুদ্র সৈকত
মরা মাছে ছেয়ে গেছে সমুদ্র সৈকত। একসঙ্গে এত মরা মাছ কোথা থেকে এল? চমকে ওঠেন থাইল্যাল্ডের উপকূল অঞ্চলে বসবাসকারী মানুষজন। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চুম্ফোন প্রদেশের 4 কিলোমিটার বিস্তীর্ণ সমুদ্র সৈকতে হাজার হাজার মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। কিন্তু কী কারণে একসঙ্গে এত মাছের মৃত্যু হল? বিজ্ঞানীরা জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এই ঘটনা। সমুদ্রে ‘প্ল্যাঙ্কটন ব্লুম’-এর কারণে এত বেশি মাছের মৃত্যু হয়েছে। এমনটাই জানাচ্ছেন কাসেটসার্ট ইউনিভার্সিটির থন থামরং নাওয়াসাওয়াত। তাঁর মতে, প্যাঙ্কটন ব্লুম হল প্রাকৃতিক একটি ঘটনা, যার জন্য সমুদ্রের জলে অক্সিজেনের মাত্রা কমে যায়। যার জন্য সমুদ্রের জলে থাকা মাছগুলি মারা যায়। বছরে নাকি দু-একবার এই প্ল্যাঙ্কটন ব্লুম হয়। স্থায়ী হয় দুই থেকে তিন দিন। আরও পরীক্ষা নিরীক্ষার জন্য, সমুদ্রের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিশ্বজুড়েই এবছর নাকি সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ আবহাওয়া দফতরের রিপোর্ট চলছে, এপ্রিল-মে মাসে নাকি সমুদ্রপৃষ্ঠের বৈশ্বিক তাপমাত্রা সর্বোচ্চ হয়েছে। যা একটি রেকর্ড। এল নিনো থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের ফলেই এই ঘটনা বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছে প্রকৃতিগত কারণেই ব্লু প্ল্যাঙ্কটন বা কোরাল ক্ষয়ের মতো ঘটনাগুলি ঘটে। #breakingnews #newstoday #today_breaking_news #newslive #banglanews #viralnews #viralvideo @ubanglatvofficial
What's Your Reaction?