Jolpaiguri : ভারত বাংলাদেশ সীমান্তে হচ্ছেনা মিলনমেলা
ভারত-বাংলাদেশ সীমান্তের রাজগঞ্জ ব্লকে এবছর হচ্ছে না মিলন মেলা। উল্লেখ্য আগামীকাল শুক্রবার মেলা হওয়ার কথা ছিল। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে বিএসএফ পুলিশ সুপার নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে বিএসএফ জানিয়ে দেয় জাতীয় নিরাপত্তা সহ বেশ কিছু সমস্যার জন্য মেলার অনুমতি দিচ্ছে না। ফলে কোনভাবেই এই মেলা করতে পারছে না জেলা প্রশাসন। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর জানিয়েছেন প্রতিবছরই এই মেলা হত। তবে করোনা পরিস্থিতির কারণে বিগত বছরগুলোতে মেলা হয়নি। তিনি আরো বলেন আমরা জেলা শাসকের কাছে আবেদন করেছিলাম এবার ভারত বাংলাদেশ সীমান্তের গার্ডরা ভোলাপাড়া এলাকায় যাতে মিলনমেলা হয়। এই মিলন মেলার কে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশ দুই দেশের মানুষই কাঁটাতারের বেড়া দুপাশে ভিড় করেন। তিনি আরও বলেন বিভিন্ন সমস্যার কারণে এবছর মেলা হচ্ছে না।
১৯৫ নাম্বারের ব্যাটেলিয়ানের বিএসএফ কমান্ড সুনীল কুমার বৈঠক শেষে জানান, জাতীয় নিরাপত্তা সহ বেশ কিছু সমস্যার জন্য তারা মেলার অনুমতি দিচ্ছেন না বিষয়টি তারা জেলা শাসককে জানিয়েছেন। #youtube #newjalpaiguri #njp #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?